প্রাসঙ্গিক প্রশ্নগুলো / Important Questions
তিলোত্তমা ঘটনার ভয়াবহতা এবং এর সাথে সম্পর্কিত তদন্তের চূড়ান্ত গাফিলতি নিয়ে রাজ্যের সাধারণ মানুষ, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রতিবেদন সেইসব প্রশ্নগুলো তুলে ধরছে, যেগুলির উত্তর এই মুহূর্তে সাধারণ মানুষের পাওয়া উচিৎ।
১. কোর্ট কেনো কলকাতা পুলিশের কমিশনারকে সাসপেন্ড করবে না?
তিলোত্তমা ঘটনার তদন্তে পুলিশ প্রশাসনের গাফিলতির বিষয়ে কোর্টের কঠোর পর্যবেক্ষণের পরও, কলকাতা পুলিশের কমিশনারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই প্রশ্ন উঠছে, আদালতের সামনে স্পষ্টভাবে এই গাফিলতির কথা উঠে আসার পরও কেন তাকে সাসপেন্ড বা কম্পালসারি ওয়েটিং-এ পাঠানোর কথা ভাবা হয়নি? কোর্টের সামনে এই প্রশ্ন তোলা না হলে, এই বিষয়ে মানুষের উচ্চস্বরে প্রশ্ন তোলা অমূলক নয়।
২. পুলিশের প্রথম তিনদিনের তদন্তকারী টিম কেন সিবিআই জিজ্ঞাসাবাদের আওতায় আসবে না?
তদন্তের প্রথম তিনদিনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ দানা বাঁধছে। অভিযোগ উঠছে যে, এই টিম ঘটনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে বা মিথ্যা রিপোর্ট তৈরি করেছে। সুতরাং, কেন তাদের সিবিআই হেফাজতে নিয়ে জেরা করা হবে না? এই বিষয়ে প্রশ্ন তোলা প্রয়োজন।
৩. তিলোত্তমার বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা বলা সেই ডাক্তারের ভূমিকা নিয়ে প্রশ্ন
তিলোত্তমার পরিবারের দাবি অনুযায়ী, একজন ডাক্তার বাড়িতে ফোন করে তার আত্মহত্যার খবর দেন। কিন্তু এই ডাক্তারকে হেফাজতে নিয়ে কেন জেরা করা হচ্ছে না? তার বক্তব্য এবং ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে, যা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।
৪. তিলোত্তমার বাবা-মাকে টাকার প্রস্তাব দেওয়া পুলিশকর্তার জবাবদিহিতা কেন নেই?
এই ঘটনার আরেকটি বিতর্কিত দিক হল, একজন পুলিশকর্তা তিলোত্তমার বাবা-মাকে টাকার অফার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এটি একটি মারাত্মক অভিযোগ, এবং কেন তাকে জেরা করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অপরাধের প্রতি সরকারের নীরবতা কতটা দায়িত্বজ্ঞানহীনতা নির্দেশ করে, তা নিয়েও জনমনে ক্ষোভ বাড়ছে।
৫. হঠাৎ কেন সরকারি বিল্ডিংয়ে রেনোভেশনের কাজ শুরু হল?
তিলোত্তমা ঘটনার পরই হঠাৎ করে আর জি কর হাসপাতালের বিল্ডিংয়ে রেনোভেশনের কাজ শুরু হয়। প্রশ্ন উঠছে, এই রেনোভেশন কাজ আদৌ কোনো টেন্ডার বা অর্ডার ছাড়াই শুরু হয়েছে কি না। এই কাজটি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কিন্তু সেই দিকেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা আমাদের জানা নেই।
৬. বিধায়ক নির্মল মাজি ঘটনার দিন সকালে কেন আর জি কর হাসপাতালে তিন ঘণ্টা ধরে ছিলেন?
তিলোত্তমা ঘটনার দিন সকালে তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল মাজি তিন ঘণ্টা ধরে হাসপাতালে ছিলেন। কিন্তু কেন তাকে সেই সময় হাসপাতালে থাকতে হয়েছিল, এবং কী কারণে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেছে, এবং কোর্টে এই বিষয়ে প্রশ্ন তোলা না হলে, জনমনে এর উত্তরে অস্থিরতা বাড়বে।
৭. কেন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ ব্যক্তি শবদেহ গ্রহণ করলেন?
তিলোত্তমার শবদেহ কেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ ব্যক্তি গ্রহণ করলেন? কেন মৃতদেহ তড়িঘড়ি পোড়ানোর ঘটনা ঘটল এবং এফআইআর মৃতদেহ দাহ করার পর কেন করা হল? এই ঘটনা খুবই সন্দেহজনক এবং তদন্তের প্রয়োজন। জনসাধারণের মধ্যে এই ঘটনা নিয়ে বিভ্রান্তি রয়েছে, এবং প্রশ্নের উত্তর পাওয়া আবশ্যক।
এই প্রশ্নগুলো কোর্টে উত্থাপন না হলে, এটি স্পষ্টভাবে জনগণের তা তোলা প্রয়োজন। তাই রাইজ অফ ভয়েসেস এই প্রশ্নগুলোকে জোরালোভাবে উত্থাপন করল। এই মুহূর্তে যা কিছু ঘটছে, তা আইনের এবং সংবিধানের সামনে দাঁড়িয়ে চলছে, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ও রাজ্য এই ব্যাপারে কতটা দ্বায়িত্বশীল, তা নিয়েও নজর রাখা প্রয়োজন। এই বিষয়গুলির প্রতিটি বিষয়ে তদন্ত প্রয়োজন, এবং সরকার ও পুলিশের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলার সময় এবারে এসেছে। জনগণের দাবির উত্তর দিতে হবেই, এবং তাই এই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা এই মুহূর্তে অপরিহার্য।
ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস
Sanjukta Chakraborty
Proshashon merudono,bibek bodh nei tai chorom otyachar,dhorson,eto boro joghonyo oporadh Kari der k chakri dichche,bar bar bachachche,aral korche, todonto pokriya k,bichar bybostha k kinche, bohu bochor dhore cholche,oporadhi gulo k aral korar nongra rajneeti cholche, asole ei oporadhi gulo k bachiye rakhle ghoosh er takay pet vorabe,puroshotyo to tokhon e proman hoy jokhon arekjon manush k tumi jothajoto somman dichcho,kauk aghat kore purushotwo kokhonoi promanito hoy na,era nikristo tomo jeeb,poshu ra to rape kore na
Padma Sarkar
এই প্রশ্নগুলোর যথাযথ জবাব সংশ্লিষ্ট ব্যক্তি এবং দপ্তরকে দিতেই হবে এটা আমার এবং সমযাত্রিক থিয়েটার দলের সকলের দাবী।
Shekhar Bhattacharjee
সঠিক প্রশ্ন তুলেছেন আমি এই প্রশ্ন সমর্থন করছি